হিন্দুদের মন্দির ! কিন্তু পতাকা উড়ছে পাকিস্তানের


শনিবার,২৬/০৮/২০১৭
477

নিজস্ব সংবাদদাতা: ধর্মস্থান হিন্দুদের কিন্তু তার মাথায় উড়ছে পাকিস্তানের পতাকা। উত্তেজনা, চাঞ্চল্য আর বিশৃঙ্খলা এমন একটা উৎকট পরিস্থিতি তৈরী হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায়। এটাই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে। রাজধানী ভূপাল থেকে ২০০ কিমি দূরে নরসিংহপুর শহরের পঞ্চমুখি হনুমান মন্দিরের মাথায় উড়ছে পাকিস্তানের পতাকা। এমনটাই লক্ষ্য করা গেছে শুক্রবার। দেখা গেছে পাকিস্তানের পতাকার সঙ্গে ওই পতাকার কিছু হলেও অমিল আছে। পাকিস্তানের পতাকায যে চাঁদ থাকে এবং তার উপর থাকে নক্ষত্র। এক্ষেত্রে ওই পতাকায যে চাঁদ আছে সেই চাঁদটি উল্টো ভাবে আছে।

শুধু তাই নয় মন্দিরের গায়ে কড়া হুমকির ও বার্তা লেখা আছে। তবে নরসিংহপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ ইনচার্জ অখিলেশ দাহিযা জানিয়েছে যে কিভাবে মানুষের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের সিসিটিভি খারাপ থাকায় দোষীদের সনাক্ত করতে অসুবিধা হচ্ছে। তবে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট