নিজস্ব সংবাদদাতা: শুধু অভিনয় জগৎ মাতিয়ে চলেছেন তা নয়। এবার বিশ্ব সেরা উপার্জনেদের তালিকায় উঠে এল সাহারুখ খান, সালমন খান। একটি তালিকায় প্রকাশ পেয়েছে বিশ্বের ১০ জনের মধ্যে তিন বলিউড তারকার নাম উঠে এল। ২৪৩ কোটি ৫০ লক্ষ টাকা আয় করে ১০ জনের মধ্যে ৮ম স্থানে উঠে এল সাহারুখ খান। ২৩৭ কোটি টাকা আয় করে ৯ম স্থানে রয়েছে সলমন খান। ২২৭ কোটি ৫০ লক্ষ টাকা উপার্জন করে ১০ম স্থানে রয়েছে অক্ষয় কুমার।
(Refurbished) Dell Intel 6th Gen Core i5 Desktop (16GB RAM/1 TB HDD/128SSD /Windows 10 Pro/MS Office/Intel Integrated Graphics,Black)Optiplex 5040
Now retrieving the price.
(as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)