স্বপ্ন ছিল ডাক্তার হবার : অবশেষে স্বপ্ন পূরণ গ্রামের বধুর


বুধবার,২৩/০৮/২০১৭
522

সালাম মোল্লা, হা‌ড়োয়া, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: যখন পড়াশুনা ক্লাস থ্রি তখনই বিয়ের পিডিতে বসতে হয়েছিল রাজস্থানের রুপা যাদবকে। বযস মাত্র আট বছর। তখনই বিয়ে করতে হয পরিবারের চাপে। সখ ছিল ডাক্তার হবার কিন্ত সম্ভব কি করে। কিন্তু না হাল ছাড়েনি রুপা যাদব। স্বামী পেশায় গাড়ি চালক আর তিনিই স্ত্রীর পূর্ণ সহযোগিতা করতেন। একদিকে স্বামী সংসার অন্যদিকে জীবনের স্বপ্ন পূরণের দৃঢ় প্রতিজ্ঞা। এসবের মধ্যে দিয়ে সফল ২১ বছরের রুপা যাদব।

ডাক্তার হবার প্রথম ধাপ অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্টে ২৬১২ রাংক নিয়ে পাশ করলেন রুপা যাদব। আই স্বপ্ন পূরণের আজ আনন্দিত স্বামী শঙ্কর লাল সহ গোটা শ্বশুরবাড়ির ও বাপের বাড়ির লোকজন। রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে তৈরী হয়েছিল হিন্দি সিরিয়াল ” বালিকা বধু ”। যেখানে বধূ ছিল আনন্দী। আর আজ বাস্তবে সেই রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে বাস্তবে রূপায়িত হল বধূ রুপা যাদবের কাহিনী। মেধাবী ছোট বেলা থেকেই। মাধ্যমিকে ভাল রেজাল্ট। এর উচ্চ মাধ্যমিকে ৮৪%নম্বর নিয়ে বিএসসি তে পড়াশুনা শুরু। এরই ফাঁকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি। অবশেষে সফল বালিকা বধু। এখন মেডিকেল কলেজে ভর্তির জন্য রূপা কাউন্সেলিং সেসনে অংশ নিচ্ছে। তবে পড়াশুনার খরচ বাবদ অনেক টাকার প্রয়োজন। এখন রূপা তাকিয়ে সাহায্যের হাত বাড়িয়ে আসে কোথা থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট