মেয়ের ধর্ষনের খবর শুনতেই মৃত্যু বাবার


রবিবার,২০/০৮/২০১৭
634

রক্ষকই ভক্ষক হবে। তাহলে আর মানুষের রক্ষা করার দায়িত্ব কে নেবে? আর কবে হব আমরা স্বাধীন।
ধর্ষনের খবর কানে আসতেই সহ্য করতে পারলেন না বাবা। শোকে মৃত্যু বরন করলেন বাবা। যোগী আদিত্য নাথের রাজ্যে আবার সেই ধর্ষণ। উত্তর প্রদেশের বালিযা জেলার রেওটি নগর পঞ্চায়েত এলাকার ঘটনা। বাড়িতে নেই শৌচাগার। তাই রাতের অন্ধকারে বাইরে আসতে হয়েছিল ১৫ বছর বয়সী ওই কিশোরীর। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাল এক পুলিশ কনস্টেবল ও গ্রামের প্রধান। ধর্ষণ করল দু জন মিলে।

কোনো রকম ভাবে চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে গ্রামের বাসিন্দারা। তবে ততক্ষণে বেপাত্তা দুই অভিযুক্ত। নির্যাতিতা কে হাসপাতালে নিয়ে যান গ্রাম বাসিরা আর এই খবর শুনতেই শোকে মৃত্যু বরন করেন বাবা। অভিযোগ দায়ের হয়েছে ওই দুই ধর্ষকের নামে। সাসপেন্ড করা হয়েছে ওই কনস্টেবলকে এবং ৩৫৪ ও ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কনস্টেবল গ্রেফতার হলেও এখনও অধরা গ্রাম প্রধান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট