আর কত অমানবিক ঘটনার স্বীকার হতে হবে আমাদের। অবৈধ সম্পর্ক দেখা যায় অনেক প্রকারের। যুবক যুবতীর সম্পর্ক, যুবক ও ঘরের বধুর সম্পর্ক। কিন্তু যোর পূর্বক কোন যৌন সম্পর্ক এযে নরক বাসের যন্ত্রণা থেকেও অনেক বেশি কষ্ট দায়ক। যে ঘটনা মনে কল্পনা করাও পাপ সেই অমানবিক ঘটনার সাক্ষী হতে পারে যে কোন সন্তানের বাবা তা ভাবলেও গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। বাবা মেয়েকে ৬০০ বার যৌন নির্যাতন করল। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুযালালামপুরে। এই নককার জনক ঘটনার সম্পুর্ণ প্রমাণ ও তথ্য উঠে এসেছে আর যার শাস্তি হতে পারে ১২ বছরের জেল।
মেয়েকে যৌন নির্যাতন বাবার
রবিবার,২০/০৮/২০১৭
428
সালাম মোল্লা---