বর্ষার একদিন


শুক্রবার,১৮/০৮/২০১৭
1091

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বর্ষার একদিন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

পাখিদের কলতান
স্নিগ্ধ মধুর পরিবেশ
প্রস্ফুটিত অপারিজিতো ফুল
পেখম তুলেছে ময়ূর ন্যায়
মত্ত হয়েছে নৃত্যনে।
ঝিরি ঝিরি বৃষ্টি পড়িতেছে
সূর্যের কিরণের সাথে সাথে।
নয়ন যুগল দেখে
জলের এক অপরূপ দৃশ্য
সূর্যের কিরণে হাজার তারার প্রস্ফুটন
নয়ন জুড়ায়ে দেয় মোদের মন।
পূব গগনে রামধনু সাজে সাত রঙে
বাজিয়ে ডঙ্কা যুদ্ধের দামামা
সঙ্গে ব‍্যাঙেদের কলতান আনাচে কানাচে।
জলের স্পর্শেতে হেসে উঠে
নিজো ছবি লয়ে তার নয়নে।
কহে চুপি চুপি এসো খোকা
খেলি দুইজনে দেব অমৃত সুধা
জুড়াবে তোমার প্রিয় মন।
লজ্জাবতীর মতো কহে গুটায়ে
হানিবোনা কঠিন কুঠারে
নয় বর্বর নয় অসভ্য
নয় আমি আদিম মানব।
শুনিবে কোনো একদিন
জলের অপর নাম জীবন।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট