অসম্পূর্ন শিক্ষা


শুক্রবার,১৮/০৮/২০১৭
709

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

অসম্পূর্ন শিক্ষা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

চোখ থাকতে অন্ধ কেন
নেই বুঝি জ্ঞানের আলো তোমার মাঝে।
পড়োনায় পাঠশালার ঐ সুন্দর পাঠ।
পড়েছি তুমি আমি অনেকে
সাথে শুনেছি সুন্দর সুন্দর উপদেশ
সদা সত্য কথা বলিবে
সৎ কর্ম করিবে
গুরুজনের শ্রদ্ধা করিবে
আরো অনেক কিছু।
তবে রয়েছি বাস্তব সমাজে
খুঁজি অফিস আদালতে পথে ঘাটে
হাসপাতালে
কোথায় তার ব্যাবহার লোকসমাজে ?
গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রের
অতি প্রয়োজন তাহা খুঁজিতে।
তবে কোথায় ত্রুটি খুঁজি এখানে ওখানে।
বিদ্যালয়ে শিক্ষকের উপর অত্যাচার
হাসপাতালে ডাক্তারের উপর অত্যাচার।
তবে শিক্ষায় কি রয়েছে ত্রুটি ?
তাই বুঝি কম দেখে ভালো কিছু
কম কহে ভালো কাজের কথা
তাই লেগে যায় দাঙ্গা হাঙ্গামা
জনগনে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট