স্যোসাল মি‌ডিয়া ভাইরাল – মোদি আর মমতা


বৃহস্পতিবার,১৭/০৮/২০১৭
940

‌ডি‌জিটাল ডেক্স---

মোদি আর মমতা পানের দোকানে পান খেতে গেলেন,

পান নেওয়ার সময়ে মমতা লুকিয়ে ৩ টি চকলেট তুলে নিলেন।
রাস্তায় মোদীকে দেখিয়ে বলেন যে- দেখেছেন আমি কতো চালাক ৩ টা চকলেট তুলে নিলাম ব্যাটা বুঝতেই পারল না।

তো মোদি মমতা কে বলল যে-
আমি এর থেকে অনেক বড় কিছু করতে পারি।

মমতা বলেন করুন।

তো দুজনে আবার দোকানে ফিরে যায়…

গিয়ে মোদী দোকানদার কে বলে-
আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো।

দোকানদার রাজি হয়ে ম্যাজিক দেখাতে বলেন….

 

মোদী দোকানদারের কাছে একটা চকোলেট চায় আর খেয়ে নেয়।
আর একটা
চকলেট চায় আর খেয়ে নেয়।

মোদী আর মমতাকে দেখে সেখানে অনেক লোক জমে যায়।

মোদী আরো একটা চেয়ে খেয়ে নেয়…

সবাই অবাক হয়ে বলে এ কি ম্যাজিক?

মোদী বলেন দেখুন আমি দোকানির তিন তিনটি চকলেট খেয়ে নিলাম তবু আমি তিনটি চকলেট দোকানি কে ফেরত দেব।

সবাই অবাক হয় এ কি করে সম্ভব! তখন মোদী দোকানদার কে বলে তুমি মমতা দিদির সাইড ব্যাগ দেখ…….. সব চকলেট পেয়ে যাবে।

পাওয়ার পর সবার মুখে হাসির রোল।

 

মমতা
না পারবে সত্যি টা বলতে না পারবে মোদিকে মিথ্যা প্রমাণ করতে !!

 

মোদী ROCK. 😀😁😀
মমতা SHOCK…..
Atai holo GST plan

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট