শহীদের স্মৃতীতে ফুটবল প্রতিযোগিতা


বুধবার,১৬/০৮/২০১৭
1688

সত্য‌জিৎ মন্ডল---

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। আপামোর ভারতবাসি ভিন্ন ভাবে উদযাপন করে এই দিনটি। সকাল সকাল পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, দেশত্ববোধক সংগীত,নৃত্য প্রভৃতি তালিকায় থাকা আবশ্যিক। এছাড়া সময়ের নিরিখে দিনটি স্মরনীয় করে রাখার জন্য শহীদের স্মৃতীতে ফুটবল প্রতিযোগিতা এখন একটি বড় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে।এই ভাবনায় অনুপ্রানিত হয়ে উত্তর ২৪ পরগনার রাজারহাট এলাকার বাগু গ্রামে একদিনের আট দলিয় ফুটবল টুর্নামেন্টের আয়াজোন করেছে বাগু শহীদ মোহিনী স্মৃতী সংঘ। এদিনের খেলাতে বিজয়ী হয়েছে কদমপুকুর উত্তরপাড়া বিবেকানন্দ স্পোটিং ক্লাব। বিজিত দল যোদভূম এথ্যেলেটিক ক্লাব।দুটি ক্লাবের হাতে এদিন তুলে দেওয়া হয় প্রায় ছয় ফুটের সুদর্শন টফি।সংঘের সম্পাদক হিরণ্ময় কোলি বলেন বিপ্লবী নিকুঞ্জ সেন স্মৃতি সৌধ এই মাঠে আমরা দীর্ঘদিন ধরে খেলা দিয়ে আসছি।

আগে আমরা নিকুঞ্জ সেনের জন্মদিনে খেলা দিতাম।এখন সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হয়েছে।এক সাথে এই মাঠে খেলে যাওয়া একাধিক বিপ্লবীদের স্মরন করতে, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করতে আমরা বিগত ৬ বছর ধারাবাহিক ভাবে ১৫ আগস্ট দিনটিকেই বেছে নিয়েছি খেলা দেওয়ার জন্য। রাজারহাট থানা এবং আগত প্রায় হাজার দুয়েক দর্শক কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান হিরন্ময় বাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট