সংবাদদাতা, বাংলাদেশ : ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটার ইনস্টিটিউটের ৩০ তম ব্যাচের বেসিক, গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সোমবার সকালে ইনস্টিটিউিট মিলনায়তনে সনদ বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন মিলন। ইনস্টিটিউটরে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সৌদিআরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান দিলওয়ার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার এস আই নুরুল হক, জাতীয় কবিতা নিকেতন ফেনী জেলা শাখার সভাপতি কবি ইকবাল চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জি: কাজী মোঃ ইমরান, প্রশিক্ষক মো: মিজানুর রহমান (পলাশ), মাসিক স্বপ্নঘুড়ির সম্পাদক কবি শওকত ইমতিয়াজ, দাগনভূঞা প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কাজী ইফতেখার, সাপ্তাহিক স্বাস্থ্য কথা’র নির্বাহী সম্পাদক কাজী মনির, সদর প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ হোসেন, প্রশিক্ষনার্থী এনামুল হাসান, মুনসুর আলী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ৪২ জন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করেন।