জিও গ্রাহকদের হতাশ না হওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে দিল রিলায়্যান্স জিও কোম্পানি। সারপ্রাইজ অফার শেষ হওয়ার আগেই আবার নুতন চমক ।
আবার নতুন চমক দিল জিও। মোবাইল ওযালেট ফোন পে থেকে রিচার্জ করালে পাওয়া যাবে ৭৫ টাকার ক্যাশব্যাক। জিওর সবথেকে সামার সারপ্রাইজ ও ধন ধনা ধন অফার গ্রহন কারী গ্রাহকদের সংখ্যা বেশি। ৩৯৯ টাকায় জিও প্রতিদিন ১ জিবি করে ডাটা পাওয়া যাবে। যার বৈধতা ৮৪ দিন।
ক্যাশব্যাক অফার কি ভাবে পাচ্ছেন জানুন। ১৪ আগষ্ট থেকে ২১ আগষ্ট পর্যন্ত চলবে। গ্রাহকদের ৩০০ টাকার রিচার্জে পাবেন ৭৫ টাকার ক্যাশব্যাক। তবে এই অফার শুধুমাত্র প্রথম রিচার্জে র জন্য এক বারই পাবেন।