স্বাধীনতা দিবস


মঙ্গলবার,১৫/০৮/২০১৭
999

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

স্বাধীনতা দিবস
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

দেখো দেখো বিশ্ববাসী
আজ ১৫ই আগস্ট
ভারতবাসীর স্বাধীনতার দিবস।
পেয়েছে মুক্তি ঐ ইংরেজ
শক্তির নিকট হতে আজ
তাই মৃদু মুসকান সবার মুখে মুখে।
হাজারো কষ্টের মধ্যে কাটিয়ে ছিলো দিন ভারতবাসী।
ঐ পরাধীনতার গ্লানি হতে মুক্ত হতে
দিয়েছে প্রাণ বহু বীর ।
নেতাজী সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী
বীর ক্ষুদিরামের মত বহু বীর।
বলিদান দিয়েছে তাদের প্রাণ
ফোটাতে হাসি ভারতবাসীর
জনগনের মুখে কান্নার পরিবর্তে।
তাই হাসিছে দেখো আজ ভারতবাসী
পতাকা উত্তোলন করে
সঙ্গে গাহিছে দেশাত্মবোধক গান।
স্যালুট করিছে ঐ পতাকার দিকে
মুখে মুখে জাতীয় সঙ্গীত
গাইতেছে হৃদয় দিয়ে।
আজ ১৫ই আগস্ট
স্বাধীনতা দিবস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট