বর্ষার প্রিয় ফসল আমনধান


সোমবার,১৪/০৮/২০১৭
1411

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বর্ষার প্রিয় ফসল আমনধান
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

মৌসুমি বাতাসের আগমন যেই বাংলাতে
ধীরে ধীরে শুরু ঝিরি ঝিরি বৃষ্টি।
চাষী ভায়েরা আমন ধানের চারা তৈরিতে ব্যাস্ত
জানে তাহারা এবার শুরু ঋতু বর্ষা কালের।
গ্রামের রাস্তাঘাট হবে কর্দমাক্ত
তাতেই ছেলেরদল আনন্দে মেতে যাবে ।
যেন এক উৎসবের আগমন ঘটলো
এই প্রিয় বর্ষাতে।
ব্যাঙেরা মত্ত হবে ছোট ছোট গর্ত নালাতে
নতুন প্রজন্মের সন্ধানে কর্মরত।
আজি হারানো পুটি শিঙি কাট মাছের দল
তাদের বংশের বাতি জ্বালানোর চেষ্টাই রত
ঐ পুকুর ডোবা নালার আনাচে কানাচে।
যেন মধুর সময় তাদের এই বর্ষাকাল।
বাঙালির প্রিয় খাদ‍্য ভাত ডাল রুটি
ভাতের প্রয়োজনীয় ধান উৎপন্ন বর্ষাতে।
চাষী ভাইয়েরা আনন্দে মাতোয়ারা
নাঙল কোদাল ‍ট্রাক্টর নিয়ে কর্দমাক্ত।
যেন মাটির সঙ্গে আলিঙ্গন রত।
শরীরের প্রতিটি অঙ্গে ভেজা মাটির গন্ধ।
যেন গভীরে যেতে চাই এই বাংলার মাটিতে।
আজি ফলাতে ঐ সোনার ফসল খানি।
আমাদের সেই প্রিয় বর্ষার ফসল আমনধান।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট