৪৩৮৫ ক্লার্ক, গ্রুপ ডি, স্টেনোগেরাফার ও ড্রাইভার


সোমবার,১৪/০৮/২০১৭
7584

জব ডেক্স---

এলাহাবাদ হাইকোর্টের আওতাধীন জেলা আদালত গুলিতে বিভিন্ন পদে ৪৩৮৫ জন কর্মী নেবে। পদগুললি হল: স্টেনোগেরাফার, ক্লার্ক, ড্রাইভার, পিওন,অফিস পিওন, ফরাস, চৌকিদার, ওয়াটার ম্যান, সুইপার, মালি, কুলি, ভিসতি, লিফট ম্যান আরো অন্যান্য পদে। এক্ষেত্রে উত্তরপ্রদেশে বসবাসকারীরাই সংরক্ষণের যাবতীয় সুযোগ সুবিধা পাবেন।

শুন্যপদের বিবরণ : ক্ল্যারিকাল ক্যাডার – নিয়োগ করা হবে দুটি পদে – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং পেইড অ্যাপেরেনটিস। দুটি পদে মোট শুন্যপদ ১৭৮৫।শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সঙ্গে ডোযেক সিসিসি লেভেল সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৩০টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকবে। গ্রুপ ডি:মোট শুন্যপদ ২,০২০টি।স্টেনোগেরাফার – শুন্যপদ ৫৪৩টি।শিক্ষাগত যোগ্যতা স্নাতক। বিস্তারিত জানতে ও দরখাস্ত করতে এই ওয়েবসাইট দেখুন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট