স্যোসাল মি‌ডিয়া ভাইরাল – জিও মোবাইল সেট বানানোর দেশাত্ববোধক অর্ডার


শনিবার,১২/০৮/২০১৭
1573

‌ডি‌জিটাল ডেক্স---

আম্বানীর কোম্পানী রিলায়েন্স শত্রু দেশ “চীন” কে ৩০ কোটি জিও মোবাইল সেট” বানানোর দেশাত্ববোধক অর্ডার দিয়েছে।
রিলায়েন্স ১০ কোটি করে তিন খেপে জিও সেট আমদানি করবে আর
১৫০০ টাকা সিকিউরিটি ডিপোসিট নিয়ে ফোন ব্যাবহার করতে দেবে। কিন্তু বেচবে না। আর বিক্রি না করলে ২৮% GST ও দিতে হবে না।
মানে ১৫০০ টাকার এক একটা সেটের ১০ কোটি সেটের ২৮% GST মানে ৪২০০ কোটি টাকা ট্যাক্স বেমালুম হাওয়া। আর তিন খেপে ১২৬০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি।
আবার রিলায়েন্স তিন বছর পর ১৫০০ টাকা ফেরত দেবে আর ফোন ও ফেরত নেবে না। কিন্তু কেন??
কেননা এই ৩০ কোটি ফোন কে পারচেস আকাউন্টে দেখাবে না আর ট্রেডিং স্টকেও দেখাবে না। বরং ৪৫ লাখ কোটি টাকা খরচ আকাউন্টে দেখাবে প্রমোশন খরচ হিসেবে।
আর যত খরচ দেখানো যাবে লাভ থেকে তত টাকা কমে যাবে। মানে ইনকাম ট্যাক্স ১৫ লাখ কোটি টাকা কমে যাবে।
মানে ১৫ লাখ কোটি টাকা রাজস্ব ক্ষতি। কিন্তু এর জন্য রিলায়েন্স কে কোন খরচা করতে হলো না বরং পুরো খরচটাই সিকিউরিটি ডিপোসিটের নাম করে তুলে নিলো।
এক ঢিলে তিন শিকার।
১) সরকারের ২৮% GST দিতে না হলে প্রোডাক্ট সস্তা হবে। GST তো সাধারন মানুষ দেবে।
২) ৪৫ লাখ কোটি খরচ দেখিয়ে১৫ লাখ কোটি ইনকাম ট্যাক্স দিতে হবে না। ইনকাম ট্যাক্স তো সাধারন মানুষ দেবে।
৩) মার্কেটে ৩ বছরের জন্য একতরফা কব্জা।
আর বাছুরেরা দেশবাসীকে চীনের লাইট, ঝালর, পিচকারী টাইপের জিনিস বয়কট করে দেশ ভক্ত হতে বলছে।

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট