স্যোসাল মি‌ডিয়া ভাইরাল-মনীষীদের মহাউক্তি

বেশ কয়েকদিন চুপ ছিলাম । আসলে একটু দ্বিধায় আছি।
একটু নয়, ভীষন রকম confused আছি । কারণটা হলো-মনীষীদের মহাউক্তি ।
একটু ভেঙেই বলি বরং…

এক, দুই করে সাজিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে ।

1. একজন বলেছেন —
দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ।
এই শুনে কাজ করার জন্য যেই লোক-টোক জোটালাম,অমনি আর একজন ফস্ করে বলে বসলেন—-
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
কোনটা শুনবো, কোনটা মানবো!

2. একটা বাণী ছোটবেলায় সবাই শুনেছে—
সদা সত্য কথা বলিবে।
এই শুনে যেই সত্যবাদীতার পাঠ নিতে শুরু করলাম, আর একজন বললেন–
— কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না।
সত্য বলবে তাও বাছবিচার!

3. কেউ বলেছেন—
সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে নরকবাস।
এই শুনে যেই যতো বিটকেল ছেলের সঙ্গে মেশা বন্ধ করলাম,
কে একজন বললেন–
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
কি সব্বোনেশে কথা! মানে ভাল ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত ।

4. কেউ বলেছেন—
পড়াশোনা করে যে,
গাড়ীঘোড়া চড়ে সে,
চমৎকার কথা। মুখ গুঁজে,কোমর বেঁধে বসে পড়লাম পড়াশোনা নিয়ে, Audi গাড়ী চড়া যাবে ভেবে । ব্যাস, অমনি আর একজন বললেন–
পড়বি,শুনবি,থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি-ফার্তা করো, সুখে থাকবে।

5. কেউ বলেছেন—
চুরি করা মহাপাপ।
কেউ বললেন—
চুরি করা মহাবিদ্যা,
যদি না পড়ো ধরা।
জয় জগন্নাথ।

6. একজন বললেন—
দারিদ্র মানুষের জীবনে
এক মহা অভিশাপ,
সত্যিই তো। এর মধ্যে আর এক কবি বলে বসলেন–
হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান।
তাহলে ভেবে দেখুন,
গরীব না বড়লোক–
কি হওয়া উচিত !!!

7. পৃথিবী টাকার বশ,
সবাই জানে, সবাই মানে।
আবার রামকৃষ্ণদেব বললেন–
টাকা মাটি, মাটি টাকা।
কি বিপদ — কি করা যায় ? নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি-টমি কেনার কথা বলে।
যাক no বিতর্ক।

8. একজন বললেন–
চোরের মায়ের বড় গলা,
আর একজন বললেন-
চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা !! বলুন তো !!

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

admin

Share
Published by
admin

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

1 hour ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

1 hour ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

1 hour ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago