৫০০০ হাজার টাকা জরিমানা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে


শনিবার,১২/০৮/২০১৭
747

নিজস্ব সংবাদদাতা---

এবার ৫০০০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে। ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল খোদ রাজধানীতে। কিন্তু কার কথা কে শোনে। দিব্যি বাজারে ঘুরে বেড়াচ্ছে প্লাস্টিকের ব্যাগ।
বাধ্য হয়ে এবার লিখিত নির্দেশিকা জারি করেছে জাতীয় পরিবেশ আদালতের চেয়ার পারসন বিচারপতি শ্বেতান্তার কমার। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে গিরিনট্রাইবুনাল বা পরিবেশ আদালতের তরফে। এই নির্দেশিকায জানানো হয় ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক নিয়ে যারা বাজার ঘাটে ঘোরা ঘুরি করবে দেখলে তাদের ৫০০০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এছাড়াও বিচার পতি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে ওই ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যাগ থাকলে তা বাজেয়াপ্ত করা। সেই সঙ্গে দিল্লির নগর উন্নয়ন পর্ষদ ও দিল্লির দুষন নিয়ন্ত্রণ কমিটি কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানাতে বলেছেন বিচারক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট