সারস পাখির তাণ্ডবে প্রান গেল নাবালিকার


শনিবার,১২/০৮/২০১৭
1780

সালাম মোল্লা---

সুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। দুই সারস পাখির আক্রমণে প্রান গেল এক ৭ বছরের কন্যার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সামানপুর গ্রামে।

সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে যে ওই বালিকা ও তার দুই সহপাঠী মাঠে ছাগল চরাতে গিয়েছিল। কিন্তু মাঠে সারস পাখির দলের কাছে হঠাৎই একটি ছাগল চলে যাওয়ায় সেই ছাগলকে তাড়িয়ে আনতে যায় ওই মেয়েটি কিন্তু দুই সারস পাখি মনে করে যে তাদের ডিম নিতে আসছে ওই মেয়েটি আর তখনই তাকে তাড়া করে দুই সারস পাখি এবং মেয়েটি দৌড়ে একটি ডোবার মধ্যে পড়ে আর সেখানেই তাকে আক্রমণ করে দুই পাখি।

এই পরিস্থিতিতে বাকি দুই সহপাঠী দৌড়ে গ্রামের বাসিন্দাদের খবর দেয়। কিন্তু ততক্ষণে অনেক সময় পেরিয়ে যায়, জল থেকে তোলার সময় তখনও মেয়েটি বে‌ঁচে ছিল কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটি মারা যায়। আরও যানা যায় মেয়েটির পাজরের হাড় ভেঙে যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট