ব্যাঙ্ক বন্ধ থাকবে ৭ দিন, ভোগান্তিতে গ্রাহকরা


শনিবার,১২/০৮/২০১৭
853

নিজস্ব সংবাদদাতা: এ যেন রাম রাজত্ব। সারা আগষ্ট মাস জুড়ে বেশ কয়েক দিন ছুটি থাকছে ব্যাঙ্ক। স্বস্তিতে ব্যাঙ্ক কর্মচারীরা। তাই আগষ্ট মাসটি ব্যাঙ্ক কর্মচারীদের কাছে অতি আনন্দের হলেও ব্যাঙ্ক গ্রাহকদের কাছে অতি খারাপ খবর। যদি হন ব্যাঙ্ক গ্রাহক তাহলে চলতি সপ্তাহেই মিটিয়ে নিন আপনার দরকার।

কারন চলতি সপ্তাহে টানা ৪ দিন এবং ২৫ আগষ্ট থেকে টানা তিন দিন ছুটি থাকছে ব্যাঙ্ক। ব্যাঙ্ক নিয়ম অনুযায়ী ১২ আগষ্ট মাসের দ্বিতীয় শনিবার, তার পরদিন রবিবার ও তার পরদিন সোমবার জন্মাষ্টমী এবং ১৫ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। আর এই সব দিন গুলি ছুটি থাকছে ব্যাঙ্ক। তাই স্বাভাবিক ভাবেই ভোগান্তি হবে গ্রাহকদের।

এছাড়া ও ২৫ আগষ্ট শুক্রবার গনেশ চতুর্থী, এবং শনিবার মাসের শেষ সপ্তাহের ছুটি এবং পরদিন রবিবার আবার ছুটি। সব মিলিয়ে তিন দিন ছুটি। অর্থাৎ আগের চারদিন এবং মাসের শেষ সপ্তাহের তিন দিন । সব মিলিয়ে মোট ৭ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক। তাই সব ভোগান্তি ব্যাঙ্ক গ্রাহকদের। তবে গ্রাহকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এটিএম গুলিতে পর্যাপ্ত টাকা থাকবে এমনটাই জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট