ভুয়ো ডাক্তারের পর ভুয়ো নার্স


শুক্রবার,১১/০৮/২০১৭
816

সালাম মোল্লা---

পুরুলিয়ার হুড়া থানা এলাকায় লালপুর মোড়ের কাছে একটি অবৈধ নার্সিং সেন্টার ধরা পড়ায় গ্রেফতার হল তিন মহিলা। ভুয়ো ডাক্তারীর পর ভুয়ো নার্স। সবকিছুই বেশ সাজিয়ে গুছিয়ে তারা শুরু করেছিল নার্স ট্রেনিং কিন্তু স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় এই অবৈধ সেন্টার এর কথা। আর তখনই উঠে আসে তাদের এই অনৈতিক কর্ম কান্ড।


স্থানীয় সূত্রে হুড়া থানায় খবর দিলে পুলিশ এসে সম্পুর্ণ বিষয়টি খতিয়ে দেখে। কিন্তু উপযুক্ত কোন তথ্যাদি তারা দেখাতে না পারায় পুলিশ গ্রেফতার করে তাদের। উপযুক্ত কাগজ পত্র না থাকায় বাধ্য হয়ে পুলিশ ওই তিন মহিলাকে গ্রেফতার করে।

‌ভি‌ডিও

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট