জার্মানিতে কুরুল নিয়ে হামলায় গ্রেফতার ১


শুক্রবার,১১/০৮/২০১৭
3900

মানসি সিকদার---

ট্রেনের জন্য প্লাটফর্মে দাড়িয়ে অপেক্ষা করছিলেন কয়েকজন যাএী। ট্রেন আসলো ও ট্রেনটি থামল। তারপর একটি কামরা থেকে কুড়ুল নিয়ে ঝাপিয়ে পরলেন একজন। সামনে যাকেই পেলেন তাকেই কোপ দিচ্ছেন।প্লাটফর্মে রক্তে ভেসে যাচ্ছে।কেউ কিছু বুঝতেই পারছেন না যে কি হচ্ছে। সবাই তো আতঙ্কে চিৎকার করে উঠেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানিতে ডুসেলডর্ফের সেন্ট্রাল স্টেশনে থাকা যাএীদের সাক্ষী দিতে হয়েছে।

পুলিশ জানিয়েছেন এই ঘটনায় জখম হয়েছে অন্তত ৯ জন যাএী। ৩৬ বছরের যে ব্যক্তি কুড়ুল চালিয়েছেন তাকে গ্রেফতার করেছে পুলিশ। জার্মানির ডপারটাল শহরে এখন তিনি থাকেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট