গোলাপ ফুল দিয়ে সম্বাধর্না জানানো হল হেলমেটহীন স্কুটি চালককে


শুক্রবার,১১/০৮/২০১৭
618

কাকু‌লি মন্ডল---

বৃহস্পতিবার ব্যারাকপুরের ঘটনা একজন হেলমেটহীন স্কুটি চালককে গোলাপ ফুল দেওয়া হল এবং সঙ্গে সেভ লাইভ সেভ ড্রাইভ লিফলেট দেওয়া হল। এছাড়া ব্যারাকপুর, নৈহাটী, গাড়ুলিয়া প্রভৃতি জায়গায় মানুষ বিনা হেলমেট এবং মুখে সিগারেট খেতে খেতে বাইক চালাচ্ছেন দেখে স্কুল পড়ুয়ারা তাদের প্রত্যেককে একটি গোলাপ দিয়ে নিজেকে সচেতন করার জন্য জানানো হচ্ছে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সকল মানুষকে সেভ লাইভ এবং সেভ ড্রাইভ সম্পর্কে সচেতন করেছেন। এত সচেতনতা সও্বেও প্রতিদিন কত মানুষ বিনা হেলমেট এবং বিনা সিটবেল্ট এ গাড়ি এবং বাইক চালাচ্ছেন।

তাদেরকে যখন আটক করা হয় তখন নানান ধরনের বাহানা করেন তারা। এত শিক্ষিত হওয়া সও্বেও স্বপন বাবুর মতো লোকেরা এই কাজ গুলি কী করে করেন তা জানিয়েছেন পুলিশ কমিশনার এছাড়া ব্যারাকপুরের কমিশনার এত বলেন তারা পুলিশের কথা অগ্রাহ্য করেন কিন্তু এই ছাত্র ছাত্রীদের কথা যদি শোনেন তাহলে এটাই হবে সাধারণ মানুষের পক্ষে এবং আমাদের পক্ষে খুবই উপকারী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট