শিক্ষার প্রতিদান হল আত্মহত্যা


বৃহস্পতিবার,১০/০৮/২০১৭
692

সালাম মোল্লা---

উচ্চ শিক্ষিত যুবকের চাকরি না পাওয়ার হতাশাই কেড়ে নিল জীবন। চাকরি না পেয়ে নিজের বাড়িতে ই আত্মহত্যা করল যুবক গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সোনার পুর থানার নুতন পল্লীতে। ইংরেজি তে এম এ এবং বিএড করে হন্যে হয়ে ঘুরছিলেন ওই যুবক। বছর তিরিশ বয়সের ওই যুবকের নাম অতনু মিস্ত্রি। গত দু মাস ধরে হতাশায ভুগছেন ওই যুবক।

পরিবারের তরফ থেকে জানা যায় গত কাল এক বেসরকারি সংস্থায় ইন্টারভিউ দিতে যান ওই যুবক কিন্তু হতাশ হয়ে ফিরে আসে। এবং ওই রাতেই আত্মহত্যা করে যুবক। যানা যায় বাড়ি ফিরে দীর্ঘ ক্ষণ দরজা বন্ধ করে রাখায় পুলিশের তরফে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দরজা খুলতেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানানো হয় উচ্চ শিক্ষা আর কত মায়ের কোলের থেকে তার বুকের মানিক কে কেড়ে নেবে জানি না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট