প্রার্থনা


মঙ্গলবার,০৮/০৮/২০১৭
866

সাব‌রিনা খান---

প্রার্থনা

সাব‌রিনা খান
ঢাকা, বাংলা‌দেশ

আর কতটা ভালবাসলে, তোমার ভালবাসা পাব!
আর কতটা নিজেকে আত্মসমর্পন করলে, তোমার সান্যিধ্য পাব!
আর কতটা তোমার প্রেমে নিমগ্ন হলে, তোমাকে তুষ্ট করতে পারব!
আর কতটা মায়াজাল বুনলে, তোমায় মায়ায় বাঁধতে পারব!
অপেক্ষা নয় – প্রতিক্ষা করে আছি, জীবনের তেরটা হাজার দিন,
নিজের করে, একান্ত আপন করে, ঠিক তারে পাব একদিন।
দিবা স্বপ্ন দেখতে দেখতে কেটে যায় বেলা সারা-
রাত কেটে যায় মুছতে মুছতে চোখের জলের ধারা।
ধ্যান মগ্ন আমি, নতজানু আমি, আশায় বাঁধি বুক,
ঘুচবে অভাব, দুঃখ যাবে, দেখব সুখের মুখ।
না- না- না- আর পারিনা,এবার দাও গো দেখা,
একটাই ব্রত, তুমিই হবে একমাত্র আমার জীবনের সখা।
ডেকেছি তোমায় অন্তর দিয়ে, বেসেছি কতযে ভাল,
আঁধার সরিয়ে রাঙ্গাবে জীবন, দেখব রবির আলো।
ধৈর্য্যের বাঁধ ভেঙ্গেছে এবার, পাগল হয়েছি আমি,
এতটুকু চাওয়া, এবার আমায় তোমার কর তুমি।
হাজার কোটি মানুষের ভিড়ে, আমারে চিনে নিও,
পবিত্র তোমার ঘরের কোণে, এতটুকু ঠাঁই দিও।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট