ভারতীয় সেনার গুলিতে নিহত পাক জঙ্গি


সোমবার,০৭/০৮/২০১৭
1108

সালাম মোল্লা---

নিরাপত্তা রক্ষী দের গুলিতে নিহত হল পাক জঙ্গি। মৃত জঙ্গির এখনও কোনও পরিচয় জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে লস্করী জঙ্গি রা পাকিস্তানের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে।
গতকাল খবর পেয়ে নিরাপত্তা বাহিনী জঙ্গি দের খোঁজে তল্লাশি চালায় পুলওযামার সম্বোরা গ্রামে। সেখানে দুই জঙ্গি র সঙ্গে তুমুল গুলির লড়াই চলে নিরাপত্তা রক্ষী দের। শেষ খবর পাওয়া পর্যন্ত এক জঙ্গি র মৃত্যু হয়, বাকি দের খোঁজে তল্লাশি চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট