সমাজ বন্ধু


রবিবার,০৬/০৮/২০১৭
3816

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

সমাজ বন্ধু
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

জঞ্জালে এ পূর্ন আজি আনাচে কানাচে
তাই দেখে মোদের স্মরণে আসে
ঐ ঝাড়ুদার পাখির কথা মনে মনে।
তাকে দেখে করে কুর্নিশ অনেকে
তাড়িয়ে দিতে করেনা দ্বিধা তারে
তবে সে যে সমাজের বহু উপকারে আসে ।
সমাজের মঙ্গল লাগি করেছে
সদা জঞ্জাল পরিষ্কারে রত।
তবে পাইনা আদর যত্ন এতটুকু
কাকাতুয়া পায়রা টিয়া পালিত হয়
সদা ঘরে ঘরে।
সেবার কমতি হয়না তদের।
অনুরূপ দেখি সমাজ বন্ধু লোকেদের
প্রতি করুনার দৃষ্টি দেখা যায় নগন্য অতি।
সদা জঞ্জাল পরিস্কারে রত সমাজের লাগি
মুক্ত পরিবেশ দানে অনবরত।
তবে পাইনা সম্মান ঐ উচ্চ বর্ণের মত
আহার হতে বিরত থাকে কখনো কখনো।
দুঃখের দুয়ারে দাঁড়িয়ে থাকে অনবরত
আশায় চেয়ে থাকে সদা ঈশ্বরের দিকে
কবে ফোটাবে হাসি উচ্চ বর্ণের জনগনের মত।
মিলিবে পুরুস্কার সমাজ বন্ধু রূপে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট