রাখিবন্ধন


রবিবার,০৬/০৮/২০১৭
910

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

রাখিবন্ধন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

রবীন্দ্রনাথ ঠাকুরের উৎদোগে ঐ স্বাধীনতার প্রাককালে
হিন্দু মুসলমান বেঁধেছিল রাখি একে অপরের
তবে ৭ই আগস্ট রাখিবন্ধনের দিন
পালিত হবে ঘরে ঘরে অতি আনন্দে।
ভাইয়ের সঙ্গে বোনের অটুট বন্ধন
উৎসবের আকারে দেখা দিবে রাখিবন্ধনের দিনে।
তবে দুঃখ দেখা দিবে কারো মনে
যার ভাই নেই ঘরে।
তবে কিছু দুঃখের মধ্যেও রইবে আনন্দ সবার মাঝে।
রখিবন্ধন নয় সীমাবদ্ধ এখন ঘরে ঘরে
ছড়িয়েছে প্রত্যেক স্থানে স্থানে।
বন্ধুতে বন্ধুতে পরিধান করিছে রাখি
ছাত্র ছাত্রী পরিয়ে দিচ্ছে রাখি শিক্ষকের হাতে।
ধর্মের বন্ধন ও বাঁধিতে পারেনি রাখিবন্ধনকে।
তাই অনেক হিন্দু মুসলিম শিখ জ্বৈন্য খ্রিস্টান
পরিয়ে চলেছে রাখি একে অপরকে ।
তাই রাখিবন্ধন ভাতৃত্বের বন্ধন
হয়ে উঠেছে ধরণীর মাঝে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট