মাতৃওকালিন ছুটির মেয়াদ ‌বে‌ড়ে‌ছে রাজ্যের সরকারি মহিলা কর্মচারীদের


রবিবার,০৬/০৮/২০১৭
434

সালাম মোল্লা---

রাজ্যের অর্থ দপ্তর ঘোষণা করলেন এবার মাতৃওকালিন ছুটির মেয়াদ বাড়ছে রাজ্যের সরকারি মহিলা কর্মচারীদের। পূর্ব নির্ধারিত ১৩৫ দিনের জায়গায় এবার ছুটি বেড়ে হচ্ছে ১৮০দিন। শুধু মাত্র স্থায়ী কর্মচারীরা নয় চুক্তি ভিত্তিক মহিলা কর্মচারীরা ও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
১ লা জুলাই থেকে কার্যকর হ‌য়ে‌ছে এই নিয়ম। শুধু তাই নয় গর্ভ পাতের ক্ষেত্রে ও ৪২দিন ছুটি পাবেন।

রাজ্যের অর্থ দপ্তর এর এই নয়া নির্দেশিকা সকল মহিলা কর্মচারীদের কাছে অনেক টাই স্বস্তির বার্তা বহন করে আনবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট