চারিদিকে ডিজিটাল ইন্ডিয়ার ধুম । ইন্ডিয়া এখন প্রতিদিনই ডিজিটাল ইন্ডিয়ার লক্ষে এগিয়ে চলেছে । তাহলে অামরা কেন পিছিয়ে থাকবো ! বর্তমানে সেই দিন শেষ যখন ছাত্র ছাত্রীরা পরিক্ষার শেষে পরিক্ষার ফলাফল জানার জন্য স্কুল , কলেজ বা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে হাজির হত ফলাফল জানার জন্য । তারপর দেওয়ালে বা নোটিশ বোর্ডে অাটকানো রেজাল্ট দেখার জন্য হুড়ো হুড়ি লেগে যেতো । এখন সেসব অতিত । এখন পরিক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে । কিন্তু বর্তমানে শুধুমাত্র বোর্ডের পরীক্ষা যেমন মাধ্যমিক , উচ্চমাধ্যমিক ইত্যাদি পরীক্ষার ফলাফল ইন্টারনেটে জানা যায় ।
যাতে পশ্চিমবঙ্গের যেকোন শিক্ষা যেকোন ক্লাসের ফলাফল ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা যায় তার জন্য এগিয়ে এসেছে www.mydigitalresult.com নামের একটি ওয়েবসাইট সংস্থা । যারা বীনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সুবিধা দিচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে প্রকাশ করার ।
নিচে ওয়েবসাইটটির ঠিকানা দেওয়া হল :
www.mydigitalresult.com