যুদ্ধ
সাবরিনা খান
দোলে মন দোলে, অকারণে দোলে,
উচ্ছসিত, উদ্বেলিত, মনের দোলাচলে।
বুদ্ধি বলে, “উড়িসনে তুই,
থামরে এবার শোন-
বন্দী খাঁচায় কাটবে জীবন,
ভাগ্য তোরি এমন”।
“বিলাস জীবন চাইনা আমি-
হোক’না খাঁচা সোনার!
ভাঙব শিকল, পায়ের বেড়ি-
উড়ব আমি এবার।
প্রজাপতির ডানা মেলে,
যাব তেপান্তর!
সবুজ বন, মাঠ পেরিয়ে
হব দেশান্তর।
কখনও আলপ্স্, কখনও হিমালয়
কখনও’বা সাহারা-
ট্রাফেলগার স্কয়ার, সাসকাচুয়ান,
কিংবা অপেরা।
প্যাসিফিক বা আটলান্টিক,
আবার গ্র্যান্ড ক্যানিয়ন-
গ্রীনল্যান্ড আর এ্যান্টার্কটিকা,
নয়ত অ্যামাজন”।
“ওরে ওরে ওরে….আর বলিসনে
থামরে এবার তুই-
জানিসনে তুই! মনের কখনও
স্বপ্ন দেখতে নেই!
বড্ড বোকা! প্রেম-ভালবাসা
কিছুইনা, সবই ধোঁয়াশা,
দায়-দায়িত্ব, বাস্তবতা,
জীবন অনেক খাসা।
স্বপ্ন উড়ান দিসনে আর,
এবার বাড়ি ফের,
আবেগি মন! পাগল মন!
লাগাম টেনে ধর”।
ক্ষুব্ধ মন! বিষন্ন মন!
চিন্তা করে তাই,
“দুনিয়াদারির বোঝার কাছে
হার মেনেছি ভাই”।
ভারাকান্ত, রক্তাক্ত
মনের মৃত্যু হয়!
নির্মম-পাষন্ড-খবিস-
বুদ্ধির হয় জয়।
————————-