আমাদের বিদ্যালয়
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
আমাদের স্কুল দুই তিন তলা
থাকি সেথা সবেমিলে
করি শুধু লেখা পড়া আর করি খেলা।
হিংসা ও মারামারি কভুনাহি করি।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই।
তাইতো আমরা মিলে মিশে
বিদ্যালয়ে যায়।
বিদ্যালয়ের দিন গুলো ছিলো আনন্দের।
পন্ডিত মহাশয় শিক্ষা দিতেন অতি সহজেই।
তাইতো আমরা শিখেছিলাম
অতি আনন্দে।
পাঠ শেষে কখনো কখনো
করিতাম খেলা।
খেলার শিক্ষক দিতো হুইসেল
ফুটবল কাবাডির মাঠে।
কি আনন্দ লাগতো ও ভাই
বৃষ্টির ঐ দিনে।
খেলতাম ও ভাই ভারী মজার খেলা
খো খো আর কাবাডি।
অতি আনন্দের দিন ছিলো ও ভাই
ঐ বিদ্যালয়ের দিন গুলো।
বিদ্যালয়ের জীবন অতি মজাদার
তাইতো ঘুরে ফিরে যেতে চাই
ঐ বিদ্যালয়ের জীবনে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )