উৎকৃষ্ট আলো
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
তোমার সুন্দর মুখমন্ডল দর্শনে
হৃদয় ভরিয়ে তোলে
নয়ন ফিরে ও ফিরতে চাই না কভু
ঐ তোমার কাজল কালো চোখ হতে।
দেখতে দেখতে গোধূলি লগ্নের শেষে
সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ে
পাখিরা কলতান করে ফিরে
রাখাল বালক ফিরে প্রস্ফুটিত সরিষার খেত হতে
নিজ নিজ ঘরে।
প্রহরী কহে ফিরতে হবে এবার ঘরে।
সপ্নের রাজকন্যা মৃদু হেসে কহে
আবার কখন মিলিবো দুই জনে
কর্মে ব্যাস্ততার জীবনের মাঝে।
খেঁয়া যায় ঐ পারে আবার ফিরে আসে
নদীর এই কূলে
তবে তোমার দেখা মিলে ধুমকেতুর মতো করে।
আমাকে আপন করে নিবে কখন
ঐ বাবুই পাখির মতো সুন্দর বাসা করে।
রাত্রিতে জোনাকির আলোয় আলোকিত করে
তাদের সুন্দর ঘর।
করিবে কখন মোদের সুন্দর ঘর
ঐ সুন্দর আলোয় আলোকিত করে।
কহি তারে শিক্ষার আলো উৎকৃষ্ট আলো
ধরণীর মাঝে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )