পৃথিবী এক পরীক্ষার সেন্টার
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
এসে ছিলাম যে তিমির হতে
ফিরিবো মোরা সেই তিমিরে ।
কেবল পরিবর্তন হল প্লাটফর্ম।
এসে ছিলাম মায়ের কোলে করে
ফিরিবো এবার রকমারী খাটে করে
রইবে কেবল এই পৃথিবীতে স্মৃতিটুকু।
হতে পারে গভীর ভালোবাসা আর গ্লানিটুকু।
তবে অল্প কয়েকদিনে করো কেন কোলাহল
আঘাত দিয়ে বেদনায় পূর্ন করো কেন মানবের হৃদয়।
ঈশ্বর পাঠিয়েছে আমাদের পরীক্ষার সেন্টারে
ফল বেরোবে সেই হাশরের ময়দানে।
মিজান দেবে তরে উত্তীর্ণ ব্যাক্তির আমলনামা
ডান হস্তে আর অকৃতকার্য পাবে বাম হস্তে
তবে রইবে দয়ালু হৃদয়বান ঐখানে।
আঘাত দানকারী মানবকে করিবেনা মার্জনা
জিজ্ঞাসিবে ঐ বেদনার্ত মানবের
তবে কেন দুঃখ দাও মানবের।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Ads