বন্ধু


মঙ্গলবার,০১/০৮/২০১৭
826

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বন্ধু
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

বন্ধু মানে ভাতৃসম
বন্ধুর সাথে হাসিখুশি
একটি কোলাহোল।
বন্ধুর সাথে একটু একটু চাওয়া
একটু করে পাওয়া
একটু হই হট্টগোল।
বন্ধু হল খেলার সাথী
বন্ধু হল পড়ার সাথী।
বন্ধুর সাথে বন ভোজনে তৃপ্তি করে খাওয়া।
বন্ধু হল চিরো সাথী
আনন্দ দুঃখ বেদনার সাথী।
বন্ধু হল হৃদয়ের মিলন
এক বৃন্তে দুইটি কুসুম
হিংসা খুনাখুনি দ্বন্দ হীন।
বন্ধু হবে একের দুঃখে
অপরের চোখে জল।
হাসিতে যেমন থাকে পাশে
দুঃখে ও হবে ভাগিদার
নইলে বন্ধু হল কেমনে।
পয়সাই কি কেবল বন্ধু জুটে?
জুটে নয়।
বন্ধু হল আত্মার মিলন
বন্ধু হল মনের মিলন।
তাইতো বন্ধু চিরো সাথী।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট