বয়সন্ধিক্ষনের প্রেম


মঙ্গলবার,০১/০৮/২০১৭
827

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বয়সন্ধিক্ষনের প্রেম
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

বয়সন্ধিক্ষনে যৌবনের
তাড়নায় মজিলো প্রেমে।
মন করে সদা তার উরু উরু
জ্ঞান শুন্য হিতাহিত জ্ঞানহীন
শুধু বিরহে দেখে তারই স্বপ্ন।
রোদ্র বৃষ্টি ঝড় ঝঞ্জাট
মানে না তখন কোন বাঁধা।
মন সদা ব্যাকুল
ধর্মের হিতাহিত জ্ঞানশুন্য
স্বর্গের মর্তের শ্রেষ্ঠ প্রিয় তারই কাছে।
ঈশ্বরে নেই ভীতি তখন
ভাবে নিজেকে লাইলা মজনু
রোমিও জুলিয়েট এর সাথে।
ভাবে অমর প্রেম মোর
রইবে এই পৃথিবীতে
স্মরন করিবে সকলে
মোদের অমর প্রেম কথাকে।
তবে যখন পকেটে পড়ে টান
ঘুড়ি যেন কেটে যেতে চাই কোন দিগন্তে।
নুন আনতে পান্তা ফুরাই
প্রেম তখন জনালা দিয়ে
ছুটে যেতে চাই কোন প্রান্তে।
মোহ কেটে যায় ধীরে ধীরে
হাই কি ভুল করেছি এ ভূবনে
আমি অতি বোকা ।
কখন ও কহে বসে কে তুমি?
যেন দেখেনি কখনো এই ভূবনে
চিনিনে তো তোমারে
বামন হয়ে ধরিতে চাও চাঁদ।
মনে পড়ে তার বাবা মায়ের কথা
কহে ঈশ্বর ক্ষমা করো মোরে।
এই অভিশপ্ত প্রেমের
হৃদয়ে এতো কেন জ্বালা।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট