স্বার্থের লোভ


মঙ্গলবার,০১/০৮/২০১৭
842

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

স্বার্থের লোভ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সুন্দর ভূবন মাঝে রয়েছি সমতলে
অগাধ শান্তিতে মনরোম পরিবেশে
গাঙ্গীয়ো সমভূমিতে।
গঙ্গার জলে ফসল ফলিয়ে
তুলেছি মুখে মুখে।
আনন্দের সহিত চলেছি স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয়ে ।
নেই কোনো কোলাহল দ্বন্দ আন্দোলন
ঐ দার্জিলিংয়ের মত করে।
নতুন রাজ্যের নামে নষ্ট করিছে দেশের সম্পদ।
আগুন জ্বালিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে
মানবের ঐ অন্তরে।
আতঙ্কে প্রশ্ন জাগে মনে –
হাই রইব কি পরক্ষনে এই সুন্দর ভূবনে ?
কে জানে !
স্বার্থের লোভে কিছু মানব
জ্বালিয়েছে আগুন সুন্দর ভূবনে
নতুন রাজ্যের দাবিতে।
সে কি আনিবে সুখের আলো?
পরিশ্রম করিতে হবে তখনো
নইলে দেখা দিবে অনাহার।
তবে কেন করো দাঙ্গা হাঙ্গামা কোলাহল
একটু স্বার্থের লোভে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট