নারিয়েল ফল


মঙ্গলবার,০১/০৮/২০১৭
773

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

নারিয়েল ফল
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

নারিয়েল তুমি এক অলৌকিক ফল
তোমার মোটা চামড়ার নিচে রয়েছে খোল
খোলে রয়েছে ঐ সুস্বাদু রসালো সস্য
তারই ভিতরে রয়েছে সুমিষ্ট জল।
তোমারি জলে রয়েছে প্রোটিন পটাসিয়াম
তুমি করিয়াছ সেবা ঐ মানবের
শতশত কোটি বছর ধরে।
তাইতো তোমারে দেবী পূজাতে অর্পণ করে।
তোমারি সম্মান অতি উচ্চ আসনে
তোমারি রসালো সস্য দানা থেকে
তৈরি হয় হরেক খাবারের পদ।
তোমা হতে তৈরি উৎকৃষ্ট নাড়ু
দেবী পূজাতে অর্পণ করে ।
মানবের অতি প্রিয় তুমি
তাইতো তুমি অতি লোভনীয়।
তুমি জন্মিলে লবনাক্ত মাটিতে
তবুও তোমারি রসালো সস‍্য
আর জল অতি সুস্বাদু।
কি যন্ত্র হতে তৈরি করো গো তুমি
শিখাবে এই মানব জাতিরে
তোমার ঐ গোপনীয় রহস‍্য
যাতে ঝগড়াটে ব্যাক্তি কহিত মিষ্ট কথা।
তাইতো তুমি দেবীর কাছে এতো প্রিয়।
তুমি নারিয়েল অতি সম্মানের ফল।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট