অহংকারীর পতন নিশ্চিত
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
অহংকারীর অহংকারের পতন অবসম্ভাবী
যদি ও সে যতই করে কোলা হল।
সাময়িক সুখ লাভের পর
পতন নিশ্চিত হবে তখন।
দুঃখ করে কহিবে তুমি
করি নাই এমন কর্ম আমি ।
সকলে আমারে ফেলিলো নিচে।
ঈশ্বরকে সাক্ষী করে কহিবে
দেখো হে ঈশ্বর
আমি পড়িলাম নিচে।
ঈশ্বর ও তোমাকে করিবেনা মার্জনা
শাস্তি তুমি পাবে।
ঈশ্বরের বাণী অপকর্মের শাস্তি
অনিবার্য
যদি না করো তুমি সৎকর্ম
শাস্তি ঘুরিবে তোমার পিছনে পিছনে।
তুমি যারে দুঃখ দিয়েছো
ঐ অহংকারের মাধ্যমে
সেতো করে ছিল সাক্ষী ঈশ্বরে।
ঈশ্বর তার বান্দার দুঃখ
দেখে রইবে আর কতকখন।
তোমারে তো মিলিবে তখন সাজা।
তাই করিওনা কখনো অহংকার
ঈশ্বরের কাছে সকল ব্যাক্তি সমান।
তাইতো অহংকারীর পতন নিশ্চিত।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )