বিষাক্ত কীট


মঙ্গলবার,০১/০৮/২০১৭
805

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বিষাক্ত কীট
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————–

সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে ভারিবেশ
তাইতো পাড়ার ছেলেবুড়ো তাকিয়ে থাকে বেশ।
হেসে খেলে কোমর দুলিয়ে চলতে থাকে বেশ
মনের আনন্দে দিন কাটে তার চাহিদা দেখে বেশ।
যৌবনে পদার্পনে ঘুরে এদিক সেদিক।
ভুলে যায় সে যে এখন প্রস্ফুটিত ফুল।
মৌমাছিরা গুনগুনিয়ে আসিবে ফুলের দিকে
তারই সাথে আস্তে পারে বিষাক্ত ঐ কীট।
সৌন্দর্যের মূল্য দিতে বুঝেনা ঐ তারা
তাই নষ্ট করে দেয় ঐ প্রস্ফুটিত ফুল।
বিষাক্ত ঐ কীটের জ্বালায় চিন্তিত আজ সবাই ।
তবুও দেখি প্রশাসনে প্রয়োগ করে বিষ
তারই জ্বালায় নষ্ট হয় কিছু কিছু কীট।
তবুও যেন কোথা থেকে চলে আসে
বিষাক্ত ঐ কীট।
তাইতো আজও ভেবে না পাই
কি ঔষধে যাবে ঐ বিষাক্ত ঐ কীট।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট