নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে কিছু মানুষ ভারতীয় ১ টাকার ছোট সাইজের মুদ্রাকে অচল বলে চালানোর চক্রান্ত করছে । কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কোন নির্দেশিকা জারী করেনি । ১ টাকার ছোট সাইজের মুদ্রাকে অচল বলে চালানোর পিছনে কিছু অসাধু চক্র সক্রিয় । তাদের টার্গেট বিশেষত অশিক্ষিত লোকজন । কারন অশিক্ষীত লোকজনকে সহজে বোকা বানানো যায় । এই অসাধু চক্র প্রচার চালাচ্ছে যে ১ টাকার মুদ্রা অচল , তারপর লোকজনকে বোকা বানিয়ে ৪০ থেকে ৫০ টাকা বাটার বিনিময়ে ১০০ টাকার খুচরো মুদ্রা নিয়ে চলে যাচ্ছে , অাবার কোথাও কোথাও তো কেজি দরে ১ টাকার মুদ্রা বিক্রি হচ্ছে । অাসলে পুরোটাই চক্রান্ত ।
এই ভাবে একটি মিথ্যা প্রচার চালিয়ে কিছু অসাধু চক্র লক্ষ লক্ষ টাকা অাত্মসাত করছে । ভারতীয় মুদ্রাকে অচল বলা মানে ভারতীয় সংবিধানকে অপমান করা , সেই জন্য এই মুদ্রা চক্রান্তকারীদের দেশদ্রহী বললে মনে হয় ভুল হবে না ।