এবার বিশ্ব‌বিদ্যাল‌য়েও কন্যাশ্রী


শুক্রবার,২৮/০৭/২০১৭
752

নিজস্ব সংবাদদাতা---

এত‌দিন পর্যন্ত স্কুল ও ক‌লে‌জের মে‌য়েরা ১৮ বছর বয়স পর্যন্ত কন্যাশ্রী টাকা বা সু‌বিধা পেত । অাজ ২৮/৭/২০১৭ থে‌কে কলকাতার নেতাজী ইন্ডোর থে‌কে কন্যাশ্রী কে ঘোষনা করা হল বিশ্বশ্রী রু‌পে । তার সা‌থে সা‌থে মুখ্যমন্ত্রী মমতা ব‌ন্ধ্যোপাধ্যায় ঘোষনা কর‌লেন যে এখন থে‌কে বিশ্ব‌বিদ্যালয়‌ে পাঠনরত মেয়েরাও কন্যাশ্রীর সু‌বিধা পা‌বেন ।

সে‌ক্ষে‌ত্রে সা‌য়েন্স‌ে বিভা‌গে পড়‌লে নূন্মতম ৪৫% নম্বর থাক‌লে প্র‌তি মা‌সে ২৫০০ টাকা এবং অার্টস এ পড়‌লে নূন্মতম ৪৫% নম্বর থাক‌লে প্র‌তি মা‌সে ২০০০ টাকা ক‌রে দেওয়া হ‌বে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট