ভন্ডের মনের কথা


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
796

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

ভন্ডের মনের কথা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

——————————————-

আমি দেশের প্রধান
তোমাদের লাগি উচ্চ আসনে অধিষ্ঠিত।
কহে ছিলাম আমি
রাজভোগ দেবো,পোলাওদেবো
দেবো মুন্ডা মিঠাই
দেবো আরো কত কি?
শুনে এখন অস্রু ঝরাও কেন?
ঘুরি এখন আমি দেশ বিদেশ
পরনে বাহারি পোশাক
খরচ করে তোমাদের টাকা কড়ি।
কহে ছিলাম দেবো আমার মুখে
তবে দেবো কোনো একদিন
অপেক্ষায় চেয়ে থাকো
শত শত বছর।
সময় পাইলে ভাবিয়া দেখিব তখন
নইলে মিছে দুঃখ পাও কেনো এখন?
খাটো মনের আনন্দে
খরচা আছে অনেক
ঘুরতে হবে বহু দেশ।
নইলে বিদেশে বেচিবো
তোমাদের দেশ।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট