কথাশুনা


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
899

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

কথাশুনা
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

————————————————

মানব কহে যদি কোনো কথা
তোমারে।
শুনো অন্তর দিয়ে।
হতে পারে প্রিয়
নই অপ্রিয়কথা।
পরে একটু সময় করে
ভেবে নিয়ো নিজ অন্তরে।
মানব হিতের কারণে
ইয়া অনহিতের জন্য
কহে ছিল কথা।
স্টেপ নিবে নিজ
অন্তর হতে
নই অন্ধকারে ঢিলমেরে
ইয়া নির্বোধের মতো করে।
নিবে বিজ্ঞ পন্ডিতের মতো করে।
পন্ডিতের সহিত আলোচনা করে।
তবেই হবে
কথাশুনা

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট