ইচ্ছামতি নদী


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
1415

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

ইচ্ছামতি নদী
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

—————————————–

দুই ধারে দুই ছোট গাঁও
মাঝখানে এক নদী।
হেথায় ফলায় সবুজ শস‍্য
মোদের প্রিয় চাষী।
চাষ আমাদের ভরসা যোগায়
অন্ন, বস্ত্র ,বাসস্থানের।
চিন্তা হতে মুক্ত রাখে
মোদের প্রিয় নদীখানি।
ইচ্ছা হলে পানি যোগান
করে নদীখানি ,তাইতো
তাঁর প্রিয়নাম ইচ্ছামতি নদীখানি।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট