মূল্যবান সময়


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
758

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মূল্যবান সময়
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

———————————————–

ঘড়ির কাটা কহে টিক টিক করে
সময় চলেছে আপন খেয়ালে
কারও জন্য অপেক্ষা নাহি করে
দেখেনা ধনী দরিদ্রের ভেদাভেদ
সবার জন্য সমান তালে চলে।
ও ভাই করে নাও কর্ম যথাসময়ে
নইলে হা হুতাশ করে ফিরিবেনা
তোমার ঐ মূল্যবান জীবনটুকু।
ঈশ্বর করিয়াছে সৃষ্টি সৎ কর্মের কারণে
পাঠিয়েছে ধরণীর মত পরীক্ষার সেন্টারে।
হতে পারে কর্ম মমতা ব্যানার্জীর মত
কন্যাশ্রী,যুবশ্রী আর দুইটাকা দরে চাল
যাহা জনগণের উপকারে লাগে।
তুমিও করো সৎ কর্ম তোমার মত করে।
মিলিবে পুরুস্কার দুনিয়াতেও
আখেরাতে সমানে সমানে।
তবে করিও না হিংসা একে অপরের প্রতি।
তাতে তোমারি অপচয় হবে
জীবনের মূল্যবান সময়টুকু।
সময়ের প্রতি যদি করো অবহেলা
সময় নিবে তার প্রতিশোধ যথাসময়ে।
তখন হা হুতাশ করে ফিরিবেনা
ঐ মূল্যবান সময়টুকু।
ঈশ্বর ও জিজ্ঞাসীবে হাশরের ময়দানে
তোমার মূল্যবান জীবনটুকু
কাটিয়েছ কেমনে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট