উপযুক্ত ব্যাক্তি গড়ে দেশের ভবিষ্যৎ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
——————————————–
অশিক্ষিত হয়ে উঠে শিক্ষক
মেন্টাল হয়ে উঠে চিকিৎসক
বর্বর হয়ে উঠে প্রশাসক
ধোকাবাজ হয়ে উঠে দেশের কর্ণধার
সেই দেশের অবস্থা হইবে কিরূপ
ভেবে দেখুন একবার।
মানব পড়িবে পদে পদে বিপদে
হইবে নিরাস অতি সহজেই।
আশায় বুক বাঁধে মানব
বানাতে সুন্দর জীবন
ঐ ভবিষ্যৎ কে লক্ষ্য রেখে।
তবে যদি হয় অনবরত নিরাস
জীবন হয়ে উঠবে বেদনায়পূর্ণ
বেঁচে থাকা হবে বড়োদায়।
তাই লোভের বশবর্তী হয়ে
অশিক্ষিত কে শিক্ষক
মেন্টাল কে চিকিৎসক
বর্বর কে প্রশাসক
ধোকাবাজ কে দেশের কর্ণধার
কখনো করিওনা ভাই।
নইলে জীবন হইবে অসম্পূর্ন
কর্মজীবনে হইবে সর্বনাশ
দেখা দিতে পারে প্রাদুর্ভাব দুর্ভিক্ষের।
কাজেই উপযুক্ত ব্যাক্তি কে বসিও
দেশের প্রতিটি সিংহাসনে।
নইলে দেশ পরিণত হইবে বিকলাঙ্গে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )