মনের আঘাতের চিহ্ন
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল
—————————————
সুন্দর ভুবনে শ্রেষ্ট মানবজাতি
রয়েছে অস্ফুরন্ত তাদের জ্ঞান।
রয়েছে বহু ডাক্তার ,হাকিম বৈদ
আর ও অনেক।
বহু রোগাগ্রস্ত ব্যক্তিকে সারিয়ে তোলে
সুন্দর চিকিৎসা পদ্ধিতে
ক্ষতচিহ্নকেও মিটিয়ে ফেলে
কোনো প্রকারের পদ্ধিতে।
তবুও দেখা যায় জ্ঞানের সীমার বাইরে
রয়েছে বহু কিছু এখনো।
তাদের মধ্যে রয়েছে মানবের
হৃদয়ের আঘাতের চিহ্ন
শত শত চেষ্টাতে ও রয়ে যায় অক্ষত
সুপ্ত আগ্নেয়গিরির মত।
কখনো কখনো আগ্নেয় উৎপাতের মত
লাভা উদগীরণ করে
চোখের কিনারা হতে পড়ে
টপ টপ করে অশ্রু।
জ্বলে যায় সকল সুখের মহিমা
ঐ গাছপালা,জীবজন্তুর মতো
হাহা কার শুরু হয়ে যায় জীবনে।
মিটেনা কোনো ইরেজার দ্বারা
মনের ঐ আঘাতের চিহ্ন।
তাই দুঃখ দিওনা প্রিয় মানবের
যাতে মনে বেদনার চিহ্ন থেকে যায়
যাহা মিটানো ভারিদায়।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )