মহা কৃপন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
——————————————
সকলে মোরে কৃপণ কহে
আমার জ্ঞানে আসেনা এখনো
কি কারণে কহে মোরে।
মেয়ে কহে মোরে
যাবে ঐ সুমদ্র সৈকত ভ্রমণে
খরচার ভয়ে নিয়ে যায়নি তারে।
শুনে গ্রামের ছেলে মেয়েরা
অফার দিলো মোরে
ফিরিতে নিয়ে যাবে সুমদ্র সৈকত ভ্রমণে।
আমি কি দুঃখ দিতে পারি ভায়া
কহিলাম যাবো তোমাদের ঐ সাথে।
ভ্রমণকালে গোধূলি সন্ধাতে আলোচনাকালে
জিজ্ঞাসিলো আমারে বন্ধু আহার করিয়াছো?
বলিলাম তাহারে
আনয়ন করেছিলাম মুড়ি
জলে ভিজিয়ে তুলে নিয়েছি মুড়িগুলি
জলপান করে মুড়ি শুকিয়ে প্যাকেট পুরেফেলি।
জ্ঞানের পরিচয় তাইনা ভায়া।
আর শোনাই বন্ধু আমারে
মুড়ির প্যাকেট বাঁধে লাটিতে
জলের কিনারে পড়িল যেই ছায়া
মুড়ির ছায়া হইতে জল করিলাম পান
খাওয়া ও হলো ,রইলো শুকনো মুড়ি।
তবে লোকে মোরে মহাকৃপন
কেন কহে বুঝিনা এখনো।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )