বাংলার ছয় ঋতু


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
1702

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

বাংলার ছয় ঋতু
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

———————————————–

গ্রীষ্মের তাপদগ্ধ পরিবেশ
অতিষ্ট করে তুলে এ জীবন
স্মরণ করিয়ে দেয় জলের অপর নাম জীবন।
জলপান করে মিটায় প্রাণের জ্বালা ।
আসে জলের ঘাটতি পূরণ করে
ঐ বর্ষার,ঝীরি ঝীরি বৃষ্টি পড়ে তারি মাঝে
রাস্তা,ঘাট,মাঠ কর্দমাক্ত হলেও
জীবনের সৃষ্টির মূল্যটুকু রয়েছে তারি মাঝে।
তাই আনন্দে মত্ত হয় ,ব‍্যাঙ ,চাষী
সহ বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীকুল।
আনন্দ বজায় রেখে আগমন শরৎ এর।
শরৎ এ আসে হিমের পরশ
উৎসবে মেতে যায় মোদের ঐ জীবন।
আকাশ ও দেখি সঙ্গ দেয় ঐ
পেজা তুলোর মতো সাদা মেঘ আনয়ন করে।
ভূবন ফোলায় খুশিতে সাদা কাশফুল
ঘাসের ঐ বনে বনে ।
মানব আজি দুঃখ ভুলে মিলে ভাতৃত্বের বন্ধনে।
পরেই আগমন হেমন্তের
জীবন অতি শান্ত প্রস্তূতে ব্যাস্ত
শীত ভোগ ও প্রতিরোধের জন্য।
কেননা দরিদ্র কাটাই অতি কষ্টে শীত ঋতুতে
শীত প্রতিরোধে লাগে রকমারি পোশাক আর সরঞ্জাম।
তবে শীত উৎপন্ন হয় হাজারো ফসল
যাতে বেঁচে থাকে জীবনের জয়গান।
তাই পরে পরেই কোকিলের
কূহু কূহু ডাকে শুরু বসন্তের।
বসন্ত মানে চির সুখ দেখো
তোমার ঐ সুন্দর জীবনে
যৌবন ঐ বসন্তের ন‍্যায়।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট