শ্রেষ্ট জীব মানব


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
875

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

শ্রেষ্ট জীব মানব
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————————-

দুনিয়ার সকল প্রাণী জগতের শ্রেষ্ট তুমি
পাঠিয়েছে তোমায় দুনিয়ার মাঝে
কিছুদিনের অথিতির মত করে।
তোমার আদি পিতা মাতার কর্মের কারনে।
তুমি ঈশ্বরের নিকটে অতিপ্রিয়
মনে করে দেখো তোমার আদি পিতামাতা
আদম ও হাওয়াকে সেজদা করে ছিলো
জ্বিন ও ফেরেস্তাগন।
ব্যাতিক্রম আজাজিল
তাইতো তিনি অভিশপ্ত সাজাপ্রাপ্ত
ঈশ্বরের নিকটে।
তবে ভুলিলে কেমনে এই দুনিয়ার মাঝে এসে।
কর্ম গুনে কেউ শিক্ষক কেউ ডাক্তার
আর ও অনেক কিছুই।
তবু ও মৃত্যুর পরে উঠিবে সকলে
ঐ রোজ হাশরের ময়দানে।
তবে কর্মের ভালো মন্দের বিচার হবে তখনো।
তবে কেন করো মন্দ কর্ম দুনিয়ার মাঝে এসে?
যার কারনে মিলিবে সাজা–
হাজারো বছর ধরে রইতে হবে নরকের মাঝে।
তাই করিওনা ভাই মন্দ কর্ম এই দুনিয়ার কারনে।
করিয়ো কেবল সৎ কর্ম
নইলে অভিশপ্ত হবে ঈশ্বরের নিকট হইতে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট